নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

সুখের অসুখ

২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:১০

আমাকে ছেড়ে ভেবেছো কি সুখি হবে

পাবে অসামান্য কিছু

তবে যাও সুখি হও

কড়ি ফেলে তুলে নাও সোনার মোহর

আমি তো সামান্য মানুষ

খুব সহজে সয়ে যাবো

মুখবুজে পরাজয় বয়ে যাবো

তোমার কাছে নিঃস্ব হয়েছি সে সব ভুলে যাবো

কিন্তু তুমি পারবে না, সুখের ব্যধি তোমার সবে না

তুমি সুখকে নেবে সুখ তোমাকে নেবে না |



ট্রাফিক সিগনালের ফাঁকে যদি বকুলের মালা নাও

দেখবে তাতে পচা কটু গন্ধ পাবে

হাত ভরে থাকবে ফুলের বদলে ক্ষুধার্ত মাংসের শরীর,

সঙ্গীত এর বদলে পাবে কামুক ঐশ্বর্যের হিস্ হিসানী;

আমি তো রোদে পুড়ে ধূলো মেখে হেটে যাবো

শিউলি বকুল মানব মানবির গন্ধ নেব

পাবো হুট ফেলা রিকশায় অন্যমনস্ক বাতাসের দেখা এলোমেলো চুলে

তুমি, তুমি দমবন্ধ এসি ঘরে একটু আকাশের খোঁজে শূণ্যতা কে জাপটে ধরবে

বেঁচে থাকবে শূণ্যতার শ্বাস প্রশ্বাসে,

শূণ্যতাকে জড়িয়ে ধরে ঘুমতে যাবে হৃদরোগীর মতো

সারা রাত শরীরে শরীর জড়িয়ে পড়ে থাকবে শরীর পাবে না

তোমাকে জড়িয়ে থাকবে শূণ্যতার শরীর;

দেখবে চুম্বনের বদলে বিষধর বসিয়েছে দাঁত

সারা দেহ জুড়ে অসামান্য ক্ষত

সামান্য মানুষের চুম্বনের সুপেয় নদী মুহূর্তেই সুখের অসুখে হবে বিষাক্ত নীল |

আমি তো সামান্য মানুষ সব নিয়ে বাঁচি

আমার ভিতর অনায়াসে আসা যাওয়া করে সুখ দুঃখ গ্লানী

নেই কলশী ভর্তি কোন সোনার মোহর

তবু আমার ভালোবাসা ভোগে না দীনতায়,

তোমার শরীর আত্মা জুড়ে শুধুই সুখের ক্ষুধা

সুখকে ডাকার ধ্রুপদী জপমালা,

তুমি তুলে নাও তবে সুখ

ভালোবাসা কে নাম দাও দরিদ্রের অসুখ;

তবে জেনো যত ই দখলে আনো মোহর তৈরীর খনি

যত ই জাপটে ধরো ঐশ্বর্যের জন্মদাতার শরীর

ঘুচবে না তোমার দীনতা

মিটবে না এ সুখের ক্ষুধা,

তুমি সুখকে নেবে সুখ তোমাকে নেবে না |

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৩

মায়াবী ছায়া বলেছেন: বাহ্ ... বেশ ভালো লিখেছেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.