![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক ভোরে চলে যাবো কুয়াশা গলা দিনে অথবা আষাঢ়ে
মাথার উপর সেদিন থাকবে না ছাতা
সঙ্গী হবে শুধুই কুয়াশা য় ভেজা বাতাস অথবা একটু ঝিরি ঝিরি বরর্ষা
তুমি হয়তো তখনো ঘুমিয়ে
অথবা খুঁজছো চা এর কাপে একটু উষ্ণতা চাদর জড়িয়ে;
চারি দিকে চুপচাপ
পাখিদের সেদিন থাকবে না কোন প্রাতঃআলাপ
এ মৌনতা ভেঙ্গে ডেকে উঠবে অসহনীয় কষ্টে কোন এক নিঃসঙ্গ কাক
কুয়াশার পুকুর পেড়িয়ে যাবে সারা রাতের ভেজা ডানায়;
কোন এক ভোরে চলে যাবো নিঃসঙ্গ কাকের মতো
পার্থক্য শুধু কাওকে জানাবো না কিছু ওর মতো আর্তনাদের সুরে,
চলে যাবো সব টুকু ভালোবাসা নিয়ে
কষ্ট গুলো চেপে
চলে যাবো কোন এক ভোরে নিরবে
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++++++