নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষ নিয়েছি ফুলের ঠোঁটে ঠোঁট রেখে
মধু ভেবে নিঃশেষে,
বিষ নিয়েছি নিঃশ্বাসে কারো চুল ছুঁয়ে আসা বাতাসে
অবুঝ সুখে বুক ভরে,
বিষ নিয়েছি জ্যোত্স্নার আলো মেখে সর্ব শরীরে;
প্রথাসিদ্ধ ফুলের বদলে বাগানে জন্মেছি ধুতুরা'র মতো বিষাক্ত ফুল
স্বপ্নের বীজ ভেবে পুঁতেছি মোহচ্ছন্নকারী আঁফিম
একান্ত আপন ভেবে শরীরে জড়িয়েছি বিষধর সর্পীনির শরীর
ঠোঁট রেখেছি বিষাক্ত সুরায় আর মহুয়ার মদিতে পূর্ণ পেয়ালায়;
বিষ নিয়েছি জীবনের প্রতিটা পদে
তুমি উড়ে এসে জুড়ে বসে এক চুমুকে সে বিষ তুলে নেবে তা কি হয়,
সে বিষের জ্বালা কি এতো সহজে ফুরায় ?
©somewhere in net ltd.