নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার শরীর জুড়ে আজ বিদেশী সুগন্ধির ঘ্রাণ
রেশম চাদড়ে জড়ানো,
মুখ জুড়ে উচ্চ মূল্য প্রসাধনীর কারুকাজ
অথচ এতো কিছুর প্রয়োজন ছিলো না
তোমার ত্বকের ঘ্রাণ চুলের গন্ধ ই ছিলো যথেষ্ট
সমুদ্রের জলে ধুয়ে আসা অমল অধর,
তোমার শরীর যা নিয়ে আসতো এতোকাল
হাসিতে ফোটাতো বহুমূল্য অর্কিড
আইস্যাডো কিংবা কাজল হীণ চোখের অতল দীঘিতে স্নানের আকন্ঠ তৃষ্ণা নিয়ে ই তো ছুটে এসেছি কতবার
সেই হাসি সেই যুগল ভ্রু সেই দীর্ঘ পল্লব
এর বেশি কিছু প্রয়োজন ছিলো না পৃথিবী ভোলাতে;
অথচ আজ তোমার ভ্রু জোড়ায় কুটিল অভিসন্ধি
চোখে একশো ক্ষুধার্ত বাঘিনী
হাসিতে সর্পীনির তরল নিঃশ্বাস !
যেন এগুলো অনিবার্য ছিলো প্রিয়তমা হতে!
বাইরে বিষম কালো মেঘ বৃষ্টি ঝরাতে উন্মুখ
তার থেকেও বেশি উন্মুখ আজ তোমার শরীর
তুমি এখন দার খুলে দেখাও সর্ব শরীর জুড়ে বিদ্যুত্ এর খেলা
ওষ্ঠ দন্ত আঙ্গুলে সাজাও তুমুল ঝড়
অথচ এতো কিছুর প্রয়োজন ছিলো না |
তোমার শরীর জুড়ে আজ বিদেশী সুগন্ধির ঘ্রাণ
রেশম চাদড়ে জড়ানো আজ তোমার শরীর কোন প্রিয়তমার নয় কোন এক দেহ প্রসারিনীর শরীর |
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩
অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই +++++++
শুভেচ্ছা