নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

দিবারাত্রির কাব্য -২

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

কখনো কখনো ভাবি ঢেকে যাক সব গাঢ় অন্ধকারে

সব নক্ষত্ররা ঔজ্জ্বল্য হারাক

মুছে যাক সব আলোক শিখা প্রজ্জ্বলনের আগেই

আমি একটা দীর্ঘ ঘুমের প্রস্তুতি নিতে চাই, অনেক দীর্ঘ;

তবে অন্ধকার এলেই কি ঘুম আসে, শেষ হয় দুঃস্বপ্নের প্রহর?

...................................................





শুধু একবার দেখা দাও

শুধু একবার চোখ ফেরাও

দেখো আমি পারি কিনা ভুলে যেতে জগৎ সংসার

দেখো আমি কতটা কাঙ্গাল,

পরখ করে নাও পাথর না হীরে

যতটা খুশি নেড়েচেড়ে

দিলাম সময় যতটা চাও তোমার জন্য আমার পুরোটা বেলা ই ফাও;

আমি তো ভিখারী থেকেও ভিখারী কাঙ্গাল থেকেও কাঙ্গাল

এতোটা দেখে যদি অসহ্য লাগে

তবে হাসি মুখে বিদায় ই জানাও,

চলে যাবো বিনা শাপে।

শুধু একবার দেখা দাও

শুধু একবার চোখ ফেরাও

দেখো আমি কতটা কাঙ্গাল,কতটা ভিখেরী,

তবে সতর্ক আগে থেকেই করি

জেনো ছদ্ম বেশেই থাকে কিন্তু শিকারী......

...................................................





আমি চলে যেতে চাই তোমার থেকে দূরে অনেক দূরে অনেক দূরে

কেন তোমার ছায়া আজো আমার পাশে

তুমি নেই আমার তবু কেন আছো আমার মাঝে

আমি চলে যেতে চাই দূরে অনেক দূরে...

আমি ক্লান্ত এই সুখে থাকার অভিনয়ে

...................................................





প্রিয়জন থাকে তোমার দূর পরবাসে

তাকে ছাড়া কি করে কাটাও প্রহর

কি করে শেষ হয় দীর্ঘ নিশি

কি করে বাউল বাতাসের মতো থাকে আজো তোমার চঞ্চলতা,

কি করে উঠে হাসিতে শরীরে ঢেউ !

আমি তো পারি না !

আমি সে ঢেউ এর ধাক্কায় চমকে উঠি

এই নিঃসঙ্গ পরবাসে ,অজানা সঙ্কা চেপে ধরে যত ই অবহেলায় মুছি|

কে যেন সারাবেলা বলতে থাকে মনের ভিতর

তুমি আর সে নও তুমি আর সে নও...

তবে কি হারালাম তোমায় এ বিদেশে বিভূয়ে এসে

...................................................





বৃষ্টি এলেই আমি উন্মত্ত সাইক্লোনের মতো ছুঁটে যায় পেছনে বর্তমান ফেলে

জলোচ্ছাসের মতো মুহূতে ভেঙ্গে গুঁড়িয়ে দিয় সব বাঁধ...

ক্ষত কে জাগিয়ে তুলি যারা ঘুমিয়ে থাকে, যারা ছায়ার মতো ই অনুসরণ করে

কবর খুঁচে বার করি ভালোবাসাকে যাকে জোর করে শুইয়েছি শীতল কফিনে এক কালে

...................................................





এক টুকরো ঘুম বড় দরকার এক টুকরো ঘুম একটা বালিশ এ চিন্তা বিহীন এক টুকরো ঘুম হোক না হয় স্বপ্ন বিহীন তবুও এক টুকরো ঘুম....

সে হতে পারে মৃত্যু থেকেও শীতল

সকল বাঁধন এড়িয়ে যাবার মতো বঁাধাহীণ

এক টুকরো ঘুম বড় দরকার এক টুকরো

...................................................





মাঝে মাঝে কবিতা আসে না

বড় অসহায় লাগে

লাগে নিঃসঙ্গ অবাঞ্চিত একলা

বিদ্ধ করে এ বিচ্ছেদ তপ্ত বুলেটের মতো

বিষধরের হিস্ হিসানী শুনি

দেখি স্বাপদের থাবা

সারা মন জুড়ে থাকে শূণ্যতা শরীর জুড়ে অসামান্য ক্ষুধা

মাঝে মাঝে কবিতা আসে না

মাঝে মাঝে গ্রাস করে আমায় চরম বিষাদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.