নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

মন ভালো নেই

২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

মন ভালো নেই

মন ভালো নেই

এ কথাটা জানায় কাকে

সবাই তো কাজের মানুষ ভীরের মানুষ ব্যস্ত মানুষ,

তার পর ও তো সবার আছে

ঘরের মানুষ পত্র লেখার দূরের মানুষ

কারো বা মনের মানুষ;

আমার ও তো থাকা উচিত ছিলো একটা মানুষ,

একটা মানুষ ভীরের মাঝে ভীর এড়িয়ে আপন হতে

যাকে রাখা যায় মনের পাশে শয্যা পেতে,

কিনবো কোথায়

নয়তো নিজেকেই বেঁচবো না হয় তার ই কাছে

কাকে শুধাই কিনবো কোথায়,

কেমন করে ?

এক জোড়া চোখ সন্ধ্যার শান্ত ঝিলের মতো,

তুফান নদী সাঁতরে এসে কোথায় পাবো

এক ঘটি জল একটু হাওয়া শরীর রাখার শীতল পাটি,

করবো কোথায় অদল বদল উদাসী দিনের মৌন বিকেল

স্রোতস্বিনীর হাসির সাথে

এমন কোন মানুষ আছে কি এই তল্লাটে

একটা মানুষ ভীরের মাঝে ভীর এড়িয়ে আপন হতে ?

মন ভালো নেই

মন ভালো নেই

এই কথাটা জানায় কাকে

সবার তো আছে ঘরের মানুষ, পত্র লেখার দূরের মানুষ

কারো বা মনের মানুষ

আমার ও তো থাকা উচিত ছিলো একটা মানুষ

মনের মানুষ ভীর এড়িয়ে মনের পাশে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৭

টুম্পা মনি বলেছেন: আমারও মন ভালো নাই। সবাই খালি ঝগড়া করতেসে। :( :(

কবিতা ভালো হইসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.