নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আমি দুই কি তিন মাস পেরিয়েছি
তখন থেকেই স্বার্থবাদী
তখন থেকেই খাঁমচে ধরা মায়ের আঁচল
সারা পৃথিবী এড়িয়ে তাকেই চাওয়া আমার প্রথম স্বার্থপড়তা;
স্বার্থপড়তা ! ওটা আমি শিখেছি দোলনা থেকেই
এটায় আমি পাপ দেখি না, এ কে বলি নিজের করা |
এ ব্যপারে আমায় তুমি নিষ্টুর বলতে পারো
ধরতে গিয়ে কত প্রজাপতির ভাঙ্গলো পাখা
কত ফুল শুকালো আসময়
কত নদী স্রোত হারালো বেখেয়ালে দশ্যি ছেলের বশ টি মেনে খোঁজ রাখিনি
তবু তোমায় আমি ধরতে গিয়েও ধরিনি
বলতে পারো কোন কারনে ?
কোন কারনে এতটা ভীরু, বিনীত তোমার সামনে এসে ?
©somewhere in net ltd.