নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলে কার ছায়া কার ছায়া জলে
মাঝ দড়িয়ায় উথাল পাথাল মন কার কথা বলে
কার মুখ আঁকা থাকে জলের অন্তরে ?
কে সে দিবা নিশি থাকে ছাঁয়ার মতো আমার ভেতর মনের পাশে,
ধরতে গেলে হাওয়ার মতো যায় মিলিয়ে ?
সুর তুলে যায় কার আহ্বান মনের মাঝে তুলে প্রতিধ্বনি
কার বিরহে কোন সুখেতে আজ অসুখি ?
জলে কার ছায়া কার ছায়া জলে, কোন নদীতে বান ডেকেছে মনের ও অন্দরে ?
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮
সেজুতি_শিপু বলেছেন: ভাল লাগলো । আমার ব্লগে বেড়াতে আসবেন ।