নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে বৃষ্টি নেই সমুদ্র ও যায় শুকিয়ে
তৃষ্ণিত বৃক্ষের মতো চেয়ে থাকে ধূলি বালি ক্ষয়িষ্ণু পাথর
এখানে সব ই টিকে আছে নিয়ে সহস্র বছরের ক্ষত
যেমন টিকে আছি টিকে আছি না বেঁচে,
সব ঝড় শুষে নিয়েছি মস্তিষ্কে সব সাগর দু চোখে
মরি নি তবে বেঁচে ও নেই সহস্র ক্ষতের স্মৃতি জমিয়েছি এ মস্তিষ্কে.......
©somewhere in net ltd.