নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা ছিলো তোমার জন্য ভুলে যাবো পৃথিবী, তোমার জন্য;
ভেসে যাবো উল্টো স্রোতে
চলতি সময়ের লেনদেন মিটিয়ে ফেলবো পলকে
ঘুমিয়ে যাবো তোমার আঙ্গুলের স্পর্শ নিয়ে চুলে, আর উঠবো না|
কথা ছিলো থাকবে না একদিন আর বাড়ি ফেরার তাড়া
বাঁদুড় ঝোলা হয়ে চড়বো না কাঁটাবনগামী বাসে,
একদিন আমাদের যুগল ছায়া পার্থদের সুপারিগাছ দু'টোর ছায়ার মতো ই বিবর্ধিত হতে হতে একে অন্যের কাঁধে মাথা রেখে মিশে যাবে সন্ধ্যার অন্ধকারে,
তারপর আর আলাদা করা যাবে না তাদের|
কথা ছিলো দূরত্ব কমে আসবে স্পর্শের সীমায়
পাড়া মহল্লা সড়ক মহাসড়কের ব্যবধান ভেঙ্গে;
সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে
ভেঙ্গে ফেলবো প্রতিটা শিকল,
বৈরী পৃথিবী পরাজিত হবে আমাদের একক অস্তিত্বে|
কথা ছিলো দু'জনেই ভুলে যাবো লাভ ক্ষতির হিসাব
নেমে আসবো অহংকার মাড়িয়ে নগ্ন পায়ে
ঘাস ফড়িং এর মতো মাটির কাছে
যেখানে ভালবাসার দামে সবুজ ফিরিয়ে দেয় শতগুনে সোনালী ফসল
যেখানে উঠানে পড়ে আলতার রঙ্গিন ছাপ
ঘরময় চিরনবাণ্ণের প্রসন্ন ছায়া|
কথা ছিলো;
কথা ছিলো, কথা নেই
বদলেছে সময়, বদলেছি তুমি আমি দুজনেই !
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সুন্দর লিখেছেন এন ইসলাম রনি!!!