নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো কবিতা লিখবো তাই শূণ্যতা তুমি আকাশ হয়ে যাও
ইট পাথরের জঞ্জাল হয়ে যায় অরণ্য,
পিচ ঢাকা পথ মুহূর্তের বর্ষায় হয়ে ওঠে প্রমত্ত নদী|
হয়তো কবিতা লিখবো তাই
শৈশবের ছোট্ট পুকুর টা আজ অতল সমুদ্র,
জানালা পাশে ঝড়ো হাওয়াই ভেসে আসা শুষ্ক পাতারা প্রেমপত্র,
দরজায় কড়া নাড়ে প্রিয় স্বর |
হয়তো কবিতা লিখবো তাই
রাস্তার সব হলুদ বাতিস্তম্ভ জোনাকি হয়ে উড়ে যায় পাখা মেলে
নিশাচর পথিক কে রেখে অন্ধকারে
আর আমার ঘরের টিউবলাইট টা জ্বালতেই নেমে আসে শব্দহীন জ্যোত্স্না
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
রাইসুল সাগর বলেছেন: কাব্য কথাগুলো চমৎকার লাগলো। শুভকামনা জানিবেন নিরন্তর।