নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য-৬

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

৬.১

আমার একলা সময় অবসরে কোন সে পাখি গান গেয়ে যায় আপন মনে,

কোন আলো তে আন্ধকারে

এ চোখ চাই দেখতে কারে

ঘুম তাড়িয়ে ?



৬.২

আহত হয়েছি নিহত ও হতে পারি

এর নাম ভালোবাসা লুকোচুরি কানাকানি



৬.৩

তুমি ডাকলে না হয় যেতাম

তুমি তো ডাকলে না

জানো তো প্রেম আমার মুখচোরা ঘা

এগোতেও পারি না নিজে থেকে পেছাতেও না



৬.৪

আজ রাতে তোমাকে বলার মতো কোন কথা নেই

নেই কোন কবিতা

মাঝে মাঝে কিছু রাত মৌনতার

কিছু রাত ভুলে থাকার

দূরে থাকার



৬.৫

বর্ষা যখন বিদায় নিয়েছে

যখন শরত্‍ প্রবাসী

তখন শুধুই কুয়াশার দিন অস্পষ্ট একাকী



৬.৬

তুমি নাচাতে ভালো ই জানো

নাচতে নয়,

পাকা সাপুড়ে ও ছোবলে তোমার আনাড়ি হয়



৬.৭

তুমি তো ভালবাসো না তাকে

তারপর ও কেন ভয় পাও,

ভয় পাও হারাতে ?



৬.৮

সারা দিন নেই নেই করি

কি আছে তা তো কখনো খুঁজি নি,

পাইনি তোমায় পাই নি বলি

ভুল প্রেমের সন্ধানে ধ্রুব সত্য হাতের কাছে পেয়েও তো হাত বাড়ায়নি !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.