নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কেউ আমারে ছেড়েছে
করেছে অবহেলা,
আমি সে সব মাখিনি গায়ে
মেখেছি কালিমা পেয়েছি স্বেচ্ছা নির্লজ্জ খেতাব
মেনেছি ভালোবাসার কাছে চক্ষুলজ্জাহীন পরাজয় |
সে বলেছিলো, "প্রথা সিদ্ধ গতানুগতিক জীবনে আর কি বা আছে, আমি দিতে পারি আকাশের থেকেও আকাশ
চিরপূর্নিমার নক্ষত্রের রাত"
আমি তার কথায় বেঁধেছি বিশ্বাস
ভেঙ্গেছি প্রথার শিকল
অথচ ছেড়েছে সে ও দেখিয়েছে অবহেলা|
ডেকেছি তাকে সহস্র বার দিব্বি দিয়েছি মাথার
ফিরেও তাকাইনি সে পিছে,
চলে গেছে তার দেওয়া সব প্রতিস্রুতি গুলো করে মিছে |
সেদিন খট খটে চৈত্রে নেমেছিলো আষাঢ় শ্রাবণ,
হঠাত্ ই এসেছিলো এক মহা দুঃখ প্লাবণ,
বদ্ধ ঘরের কোণে ছিলো শুধু ই অশ্রুত ক্রোন্দন,
তবুও আমি আজো বলি,
নির্লজ্জের মত বুক ফুঁলিয়ে বলি,ভালোবাসি !
কেন বলি?
কারে বলি ?
সে কি ভেবেছে আমার কথা ?
কখনো মলিন করেছে মুখ, যখন কোলাহল শেষে এসেছে নীরব অন্ধকার দীর্ঘ সব রাত্রী, যখন ঘুমিয়ে পড়েছে নগরী ?
সে তো ভাবেনি রাখেনি খবর।
যখন সবার চোখেই নেমেছে নিরব সব স্বপ্ন সত্য হয়ে
যখন সবাই পেয়েছে ভালোবাসার নিরবিচ্ছিন্ন অধিকার
তখন সেখানে আমার শুধুই ছিলো ক্ষীন লোনা স্রোতের দাগ
দিন রাত সারা টা দুপুর জুড়ে হাহাকার
সে তো রাখেনি কথা যাতে আমি বেঁধেছি বিশ্বাস,
তবুও আমি নির্লজ্জ তবুও আমি সকলের চোখে ঘৃর্ণিত ধিক্কার
ভালোবাসার কষাঘাত সওয়া এক কৃতদাশ;
মেখেছি কালিমা পেয়েছি নির্লজ্জ খেতাব
তবুও আমি বলি,
নির্লজ্জের মত বলি,
বলি আজো ভালোবাসি !
©somewhere in net ltd.