নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ভেজা শাড়ি রোদে শুকাবে না
উদ্দাম বাতাসে এলো চুল কোন ভাবেই যাবে না গোছানো
সবুজ পতাকার মতো উড়তে থাকবে আঁচল,
আজ বাতাস বৈরী
আজ কিছুতে নেই তোমার নিয়ন্ত্রণ |
আজ গাছেরা ব্যরিকেড দেবে ভার্সিটির প্রতিটা পথে,
হুড়মুড়িয়ে স্বমূলে উপড়ে পড়বে
নয়তো ঝপকরে সব পাতা একবারে ঝড়িয়ে দিয়ে মতিন পাগল টার মতো ন্যাড়া হয়ে দাড়িয়ে থাকবে উদম গায়ে;
আজ জানালার পর্দা উড়িয়ে নেবে ঝড়ো হাওয়া
দরকার হলে ভেঙ্গে ফেলবে কপাট
আজ নিজেকে আলাদা করার সাধ্য নেই তোমার|
আজ পাখিরা বাসা থেকে বার হবে না
ভোমরেরা বসবে না সেজেগুজে বসে থাকা অহংকারী ফুলে,
আজ বৃষ্টি নামবে না
জৈষ্ঠের রোদে পুড়বে তামাটে আকাশ,
আজ বাতাস বৈরী
আজ কিছুতে নেই তোমার নিয়ন্ত্রণ
আজ এ গ্রহে বিদ্রোহ আজ সব কিছুতে হরতাল |
©somewhere in net ltd.