নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অহংকার তুমি নত হও আমি ঠোঁটে করে নিয়ে এসেছি একটি দীর্ঘ চুম্বন
আমি সূর্যদেবতার অগ্নিস্পর্শকারী ছেলে জলের কন্যার প্রেমিক,
আমার প্রেম আগুনের গর্ভ হতে জাত, সৃষ্টির উত্সমূল থেকে|
আমার দৃষ্টিতে পাথর ক্ষয়ে যায়
নুড়িদের ঘর্ষনে জেগে ওঠে আগুন সাগর,
একবার স্পর্শে অহংকারের কাঁটা ছাপিয়ে ফুটে উঠে সহস্র গোলাপ|
তুমি আমায় কি উপেক্ষা দেখাবে ?
কতটা আর অনল তোমার চোখে ?
আমার ভালোবাসায় জেগে উঠে ঘুমন্ত ভিসুভিয়াস নিপ্পনের সুপ্ত ফুজি,
মুহূর্তে ভষ্ম হয় দাম্ভিক নগরী|
আমি তো ডেকে আনি প্লাবন নদী ভয়াল টনের্ডো
উপড়ে ফেলি স্বমূলে বিষবৃক্ষ|
তোমার আছে আর কতটা ঝড় ?
কতটা নিয়ন্ত্রণ ?
আমি তো দক্ষিণের বন, যতবার ভাঙ্গ ততবার মাথা তুলে উঠি;
আমি তো দূরন্ত চর, যত ই কাঁটো তত ই নতুন করে জাগি
জোয়ার ভাটা আগ্রাসী ঢেউ সব ই চিনি;
প্রতিকূলতায় আমার জন্ম, প্রতিকূল স্রোতে ই সাজায় বাসর |
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ সুন্দর !!