নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আকাশের চাঁদের দিকে চাইলেই অসহ্য সুন্দর বদলে যায় ভয়াল মুখরেখায়
বাতাসে শুধু ই মৃত্যুর ঘ্রাণ
কার্তিকের কুয়াশায় দেখি অশরীরি জল্লাদের নৃশংস কুঠার |
আজ এ শহরের চারমাথায় গলাটিপে হত্যা করা হয়েছে শেষ শুদ্ধ মানবের অস্তিত্ব
সন্ধ্যার সূর্যের অস্তমিত আভায় শেষ বারের মত মানুষ্যত্বের অন্ধ কাক ডেকে ডেকে ফিরে গেছে ব্যর্থ মনরথে
শতসহস্র হাহাকার মিশেগেছে দস্যু গঞ্জালেসের প্রেতাত্মার অট্টহাসিতে |
আজ এখানে জন্ম হয়েছে এক অনন্য সভ্যতার
প্রতিটি রাস্তা প্রতিটি তোরণ ছেয়ে গেছে ঘাতকের শিল্পকলায়,
এখানে কেউ কারো ভ্রাতা নয়
কেউ নয় কারো সন্তান কিংবা জনক,
এখানে কোন আবেগের স্থান নেই
ভালোবাসা এখানে চিহ্নিত দূর্বলতা,
এখানে বেঁচে আছে স্বদম্ভে অবিশ্বাস আর ঘৃণা..
আজ বড় অসময়
ভিতরে বাহিরে জ্বলছে লাভাগ্রস্থ লোকালয় |
©somewhere in net ltd.