নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে জ্যোত্স্নার চাঁদ
তার নিচে গাঢ় আঁধার,
তার থেকেও আঁধারে মিশে গেছো তুমি সরল খোয়াবে |
সেই কবে দীঘির জলে ছায়া পড়েছিলো তোমার
যা নিয়েছিলাম লুফে বহুমূল্য রত্নের মতো এ বুকে,
তারপর আর ফেরাতে পারিনি চোখ আলোতে
ছিঁড়তে পারিনি কূহকের জাল,
তারপর আর খুঁজিনি তোমায়
দেখিনি সহস্রকাল....
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
এরিস বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৪
ঋনাত্মক তড়িৎদ্বার বলেছেন: অনুসরন করলাম