![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের পর আমাদের কোন শব্দ আর সরব হবে না
হাহাকার তুলবে না কোন অক্ষমতা
আঁচড় কাঁটবে না কোন অপূর্ণ আকাক্ষার বীজ
ধ্বনিত হয়ে ফিরবে না কোথাও এ প্রেম
জড়িয়ে থাকবে আমাদের অশব্দ চুম্বনে-
বলেছিলো সে বাড়িয়ে দিয়ে এক জোড়া লাল ঠোঁট
যা স্পর্শ করতেই দেখলাম সেখানে আগুনের আঁচ
তারপর ও টেনে নিলাম সে চুম্বন, আকন্ঠ তৃষ্ণায় আগ্নেয় জ্বালামুখ থেকে শুষে নিলাম ব্যাধির বীজ |
মনে হয়েছিলো আমার থেকেও বিশ্বাসযোগ্য সে ওষ্ঠ
নির্ভরযোগ্য তার বিস্তীর্ন শরীর
অথচ বুকে হাত দিতেই দেখলাম সেখানে নিরঙ্কুশ হাহাকার
অক্ষিকোটরে চোখের বদলে অতল শূণ্যতা
চুম্বনের বদলে ওষ্ঠে বসিয়ে দিতে উদ্ধত আকাক্ষার তীক্ষ্নদাঁত
দেখলাম আমি এক অন্য মানুষ,
দেখলাম আমি ভীষন ব্যর্থ এ সৌরলোকে
আমার এপিটাফে লেখা এখানে ঘুমিয়ে আছে কবি যার প্রাক্তন প্রেমিকাদের ঘৃণা জড়িয়ে আছে প্রতিটি স্তবকে !
©somewhere in net ltd.