নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মনে হয় গভীরে যাই
সাঁতার না জেনেই চোখ কান বুঁজে ঝাঁপ দিই অতলে
নিজস্ব যে নদীতে রেখে এসেছিলাম নিজের প্রতিকৃতি
যে সাগর চোখের পলকে শুষে নিলো তার সবটুকু জল
তার বুক স্পর্শ করে দেখি,
দেখি কতটা সে অতল |
মাঝে মাঝে মনে হয় অনলে হাত দিয়ে দেখি
দেখি সে কতটা পোড়াতে পারে
কতটা সে রহস্যময়ী,
যে কোথাও রাখেনি আমার এতোটুকু ছায়া
যে দিয়ে গেছে তিমির রাত্রি
এক রাশ অন্ধকার আলোর সহোদরা |
মাঝে মাঝে মনে হয় থুয়ে যায়, থুয়ে যায় এ জীবন
পাখি হয়ে পুনঃজন্ম নিয়ে উঠি
সূর্যাস্তে দিই উজার উড়াল
শূণ্য আকাশ কে দেখিয়ে আসি কিছুটা দগ্ধ হৃদয় |
©somewhere in net ltd.