নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে বড় বেশি মাত্রায় অসামাজিক
দোষ দিওনা তাতে পুরো টা আমায়,
যতবার গুছিয়ে হতে গেছি তোমাদের মত
ততোবার বেঁধেছে গোল
মতামত আর আদর্শের দ্বন্দ্বে গেছে সম্পর্কের টানাপোড়ন;
তাই ভয় পাই ওসবে,
সামাজিকতা যাকে বলে এ ভবে|
যতবার ভালোবেসেছি নিঃস্বার্থ
দেখেছি কিছুই তার উর্ধ্বে নয়,
আকন্ঠ মৃত্যুকেই পান করেছি দারুন তৃষ্ণায় !
যতবার আমি সারিয়ে তুলেছি ছেঁড়া ফাঁটা এ বুক
ততবার দাঁত বসিয়েছে চুম্বনের নামে প্রিয়তর মুখ;
ঢুকেছে বিষাদ মহাউত্সবে,
জন্ম থেকে দু'যুগ কেটে গেছে এই অবসাদে |
©somewhere in net ltd.