নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আছি বলে ই যেহেতু ভুলে যাও
এতোটা অনাদর অবহেলা,
কিছুটা সময় না হয় ঘুরে আসি
সুদূর মালয় সাগর থেকে ভূ-মধ্যের তীর
খুঁজে আসি আলো সূর্যের দিন শেষে
হিমালয়ের শুভ্র শেখরে গেছে কতটা উষ্ণতা সে রেখে |
বারো মাস থেকেছি পাশে দারুণ অভাবে
চাইনি শুশ্রুষা বিষন্ন দিনে-
এতটা জ্যোত্স্নায় প্লাবিত প্রসন্ন রাত,
বিনিদ্র চোখে দৃশ্যমান অপেক্ষা ছিলো না কখনো আমার|
পেয়েছে সকলে আগ্রহ একটুতেই সমাদর
আমি ই ছিলাম উপেক্ষিত- পাশে থাকা যোজন যোজন দূরোতম নক্ষত্র;
ছিলাম আলোর মাঝে থেকে ও অপসৃয়মান এক ছায়া
এতোটা ই অবহেলা......!
আমিও তো মানুষ এতটা কি সয় ?
আছি বলে ই যেহেতু ভুলে যাও,
কিছুটা সময় না হয় ঘুরে আসি
কিছুটা উপেক্ষা না হয় আমিও দেখাই
©somewhere in net ltd.