নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেড়িয়ে ছিলাম যখন আকাশে তখন খট খটে রোদ
উদ্দেশ্য শাহবাগ থেকে কাঁটাবন
পথে জহিরের সাথে দেখা
তারপর হেঁটেছি কিছুটা অন্যমনস্ক একা,
সেই ফাঁকে আকাশ গেছে ঢেকে মেঘে মেঘে;
বৃষ্টি থামার অপেক্ষাতে দাড়িয়েছি দোকানের শেডে
সেখানেই ইরা !
নীল আসমানি শাড়ি কাজলে আঁকা মায়া মায়া চোখে..
তারপর কতোকক্ষণ চৌম্বক আবিষ্টের মতন
ভিজেছি দুজনেই এক ই বৃষ্টির ছাঁটে
বৃষ্টি বাচাতে এসে বাঁধা পড়েছি মানবিক আবেগে
©somewhere in net ltd.