নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

বিনষ্ট মুকুল

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

যদি এক বার প্রসন্ন দৃষ্টি দাও

এক যুগের দাসত্ব কাটিয়ে আমিও তরুণ হব

ফুলকে প্রিয়তমা ভেবে বুকে নেব সুবাস

মশালের আগুন ছুড়ে দেব সূর্যকে

গ্রহন কাটিয়ে লুফে নেব ঝলমলে জ্যোত্‍স্না

সামান্য এটুকু পেলেই পেয়ে যাব অবসর;

উপত্যকা থেকে শিখে আসব কাকে বলে ভালবাসা

গুহা বক্ষ থেকে জেনে নেব প্রেমিকার মন

শৈলশিরা থেকে চুইয়ে পড়া জল নিয়ে আসবো হাতের তালুতে

শিঁথিতে নদী;

ভালবাসা ছড়িয়ে দেব শিশুর হাতের বাটি ভর্তি মুড়ির মতো আদুরে রোদের উঠোন পেরিয়ে চতুর্দিক |



এক বার, শুধু একবার প্রসন্ন দৃষ্টি দাও

পেতেছি করতল,

ফসলহীন অভাগা কৃষক হবার জন্য ওতো একবার কিছু শস্য চাই,

এক বর্ষার জল, এক খন্ড অকর্ষিত জমিন;

সামান্য এটুকু পেলেই পেয়ে যাব অবসর

গুছিয়ে নেব গৃহস্থলি|



আর কতকাল চোখের জলে নিহত হবে জ্যোত্‍স্না

রক্তাত্ব হবে চাঁদ

কতকাল পুষবো এ শরীরের সাথে নিরপরাধ শিশুর খুন, নববধূর গলা চেপে ধরা অভিশপ্ত হাত,

কতকাল আর সমাজের সম্ভ্রমে দাঁত বসাবে সন্ত্রাস,

একবার প্রসন্ন দৃষ্টি দাও

দাসত্ব কাটিয়ে মানুষ হই |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.