নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দখল

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

দাড়িয়ে রয়েছি সেই কবে থেকে দখলদার সেনা র মতন

তবে দখলে নেই ঘর

স্বপ্নেরা আজো বন্ধকি চোখ দখলে রেখেছে পর,

তবু প্রায় ই বসে পড়ে অজান্তে এ মন

টানে মাটির উঠোন,

বসত ঘেরা সুপারী বাগান উত্তরের চালতার বন

জলচৌকির উপরে সাজানো আসন |

প্রায় ই মনে হয় তেষ্টা মেটায় পেলে এক ঘটি জল

পুঁই মেখে খায় একমুঠো ভাত,

আপন করি দু'টি সংসারের কথা শেষে

এক খিলি পান সেজে দেওয়া হাত|

রিনঝিন বাজুক কাঁকন

আলো ছড়াক আলতার রং,

টিনের চালে র সামনে টা ফাঁকা

সকালের রোদ যেখানে পা রাখে যতন

সেখানে শিশুর কিছু কোলাহল থাক,

থাক কিন্নরকন্ঠের কিছুটা সঙ্গীত

কিছুটা জ্যোত্‍স্না কিছুটা বৃষ্টির রাত

সুখ দুঃখের কথন|



দাড়িয়ে রয়েছি সেই কবে থেকে

বসতে পারিনি

স্বপ্নেরা আজো বন্ধকি|

দখলে নেই উঠোন

দখলে নেই ঘরে,

পরানের লোক থাকে ঘরের ভেতর..

তবু পরের সম্পদ ভেবে যত বার দূরে যায়

টানে কোন মায়াবতী র পাখার হাওয়া

চালতার বনে ডেকে উঠে ডাহুক,

মন বসে পড়ে

বুকের ভিতর ব্যথা রাখে হাত,

পেছনের পুকুরে শরীর ভেজায় যে ধলাহাঁস

মানুষের কন্ঠে ডেকে বলে সে অবিকল - বসে পড়, বসে পড়

পৃথিবীর এক ভাগ ই মাটি তিন ভাগ জল

একবার বসলে ই আপন না বসলেই পর |

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালোই লাগলো। :)

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালোই লেগেছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.