নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা এই নদীর ধারে হাত ধরেছি
এই ঘাসে বিছিয়েছি স্বপ্নাবলি
নিসর্গ জ্যোত্স্নায় ধুয়েছি শরীর
আমাদের অস্তিত্ব রেখেছি নিরাবরণ আশ্রয় করে মৌলিক মাটি,
যদিও আমাদের স্পর্শে থমকে ছিলো কিছুটা সময়
তবু দুপুরের সূর্য বেলা বয়ে নিয়ে গেছে বিকেলে
পাখিদের প্রেমালাপের মত আমাদের অস্তিত্ব ও র'টে গেছে,
র'টে গেছে সমস্ত প্রহর,
এক রাতে নিসর্গতা ঝরে গেছে
জ্যোত্স্না নিসর্গ নদী ভেদ করে ঢুকেছে বিষাদ
রক্তের ঢেউ আছড়ে পড়েছে বৈরী কিনারে..
আমরা যখন বুঝলাম ভুল করেছি
ততক্ষণে নেমে গেছে তুমুল বৃষ্টি
বন্ধ্যাত্ব কাটিয়ে শরীরে তখন সোঁদা মাটির ঘ্রাণ
শক্ত খোলস ভেঙ্গে নেমেছে প্রথম শেকড়;
আমরা প্রস্তুত ছিলাম না মোটেও
বৃক্ষের আশ্রয় দাতা মাটির মতন,
আমরা হতে পারিনি মৌলিক মাটি দুজন মিলেও..
শুধুই দু'জন দু'জন থেকে পালিয়ে বেঁচেছি
বয়ে নিয়ে গেছি এক খুনি জীবন -
আকন্ঠ গ্লানি |
©somewhere in net ltd.