নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালু চরে ধূলোর সাগর তার ই মাঝে নিরব পাখি,
পাখি আমার একলা পাখি
অচিন গাঙ্গের কোন গাঁয়ে তুই থাকিস ?
কার বিরহে নিরব কাঁদিস!
কোন হাহাকার নদীর স্বচ্ছ জলে ঢেউ তুলে যায়, মেশায় কালো?
ধূলোর ঝড়ে কোন ক্ষোভে তুই ডেকে উঠিস মর্মভেদী!
পাখি আমার একলা পাখি,
বোঝায় তোকে কেমন করে
ভুল আকাশে তুই মেলিস ডানা আপন কে তোর আজো অজানা!
যাবি যদি যেতেই পারিস
নেই অধিকার যে বাঁধবো তোরে,
এটুকু বলি যাবার আগে বালুর চরে একটা দু'টো পালক রাখিস
ওটাই নেবো রত্ন ভেবে
আচিন সে গাঙ্গ সাঁতরে যদি পৌঁছাতে পারি এ জনমে....
©somewhere in net ltd.