নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রেমের কবিতা ছাড়া অন্য কোন কবিতা লিখতে পারিনি
আমার পংক্তির প্রথম শব্দ ছিলো "তুমি"
দ্বিতীয় পংক্তির পুরোটা জুড়েও তাই,
কখনো বা এসেছিলো বিরহ বা হতাশার কথা
তবু প্রেমের ঘাটতি ছিলো না কোন স্তবকে কখনো কোথাও|
কবি হিসাবে আমি খুব ব্যর্থ ছিলাম আমার সময়ে,
রক্ত মাংসলোভী ক্ষুধার্ত সমাজে যান্ত্রিক যুগের মূর্খতায় আমার কবিতা ছিলো মূল্যহীন পরাবস্তব|
আমি সময় কে ধরে রাখতে পারিনি কবিতায়,
পারিনি নিসর্গ কিংবা চলমান ইতিহাস কে;
অসংখ্য সূর্যাস্ত সূর্যদয়ের মাঝে বিস্তর ব্যবধানে
শত স্বৈরাচারী একনায়কের উত্থান পতনে
ফিনকি দেওয়া আশ্চার্য লাল রক্তের স্রোতে
ভেসে যাওয়া বিদ্রোহী নগরেও
আমি টেনে নিয়ে গেছি বিকার গ্রস্থের মত
একরত্তি নিটোল অশ্রু একটি প্রেমের কবিতা |
২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি প্রেমের কবিতা ছাড়া অন্য কোন কবিতা লিখতে পারিনি
আমার পংক্তির প্রথম শব্দ ছিলো "তুমি"
দ্বিতীয় পংক্তির পুরোটা জুড়েও তাই,
কখনো বা এসেছিলো বিরহ বা হতাশার কথা
তবু প্রেমের ঘাটতি ছিলো না কোন স্তবকে কখনো কোথাও|
কবি হিসাবে আমি খুব ব্যর্থ ছিলাম আমার সময়ে,
রক্ত মাংসলোভী ক্ষুধার্ত সমাজে যান্ত্রিক যুগের মূর্খতায় আমার কবিতা ছিলো মূল্যহীন পরাবস্তব|
আমি সময় কে ধরে রাখতে পারিনি কবিতায়,
পারিনি নিসর্গ কিংবা চলমান ইতিহাস কে;
অসংখ্য সূর্যাস্ত সূর্যদয়ের মাঝে বিস্তর ব্যবধানে
শত স্বৈরাচারী একনায়কের উত্থান পতনে
ফিনকি দেওয়া আশ্চার্য লাল রক্তের স্রোতে
ভেসে যাওয়া বিদ্রোহী নগরেও
আমি টেনে নিয়ে গেছি বিকার গ্রস্থের মত
একরত্তি নিটোল অশ্রু একটি প্রেমের কবিতা |
সুন্দর হয়েছে। ধন্যবাদ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪
না পারভীন বলেছেন: খুব আবেগী কবিতা । খুঊঊঊব সুন্দর ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: মুগ্ধপাঠ+
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
অদিব বলেছেন: কবিতা দারুণ লাগলো! শুভেচ্ছা নিবেন!