নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানেই যাই ব্যথাগুলো আছে,
ব্যালকনি আলনা ছবির দেয়াল
ঘরময় ইতস্তত ছড়ানো ছিঁটানো ।
বহুবার ভেঙ্গেছি ঝুল,
বদলেছি দেওয়ালের ফিকে আসমানি রং
তবু ব্যথাগুলো আছে !
রোদ ভেঙ্গে ভেঙ্গে যেখানে ই যাই
ব্যথা গুলো আছে,
যতবার ধুই হাত পা সমস্ত শরীর
ব্যথা গুলো আছে
ব্যথাগুলো আসে পায়ে পায়ে উঠে স্নানের শেষে ।
মরে গেলে নদী থাকে বয়ে যাওয়া দাগ
কিছু ব্যথা চিরকাল থাকে
একা একা ভালোবাসা ই পাপ !
©somewhere in net ltd.