নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত আমি কোথাও দেখিনি
দেখেছি তোমার গায়,
হলদে শাড়ি র ভাঁজ ভেঙ্গে যখন তুমি ফোঁটাও বসন্তের ফুল সেথাই।
বৈশাখ দেখেছি কালো এলোচুলে
বর্ষাও চিনেছি এমন ই করে
স্নানের শেষে ভেজা দু'টি দুলে,
আকাশ আমার দেখতে হয়নি
শরত্ এর নীল পেজা সাদা মেঘ
দেখেছি চোখে র টলমলে জলের পুকুরেতে..
আমি ঋতু চিনি না
তোমাকে চিনি,
তুমি আমার সকাল সন্ধ্যা
তুমি বারো মাস।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর