নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

একটা পাগলামী!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

মনে মনে কথা বলে পাগলেরা নানীজান প্রায় ই বলতেন

অথচ তাকে ই প্রায় দেখেছি একা কথা বলছেন নকশী কাথার লতা পাতা, জং ধরা সোনমুখী শুই, আলমারিতে জমানো পুরানো শাড়ির সাথে!

ছোটবেলায় রিনি খালাকে আমরা পাগলী বলে খ্যাঁপাতাম,

কতদুপুর দেখেছি তাকে উঠোনের কোণে পেয়ারা গাছটার সাথে কথা বলতে

সোনার মা বলতো জীনের আছর,

সে সোনার মা ও সন্ধ্যার পর ঘর অন্ধকার করে পান ছেঁচতো আর বিড়বিড় করে একমনে কথা বলতো....

তারা কেন কথা বলে?

কি বলে ?

আমি কখনো ভেবে পাইনি

ভেবে পাইনি এসব জড় তুচ্ছ বস্তুর সাথে মানুষের কি কথা !

তবে একসময় জেনেছি মানুষ ভীষন একা,

ভেতরে ভেতরে একা,

মানুষের ভেতর একা,

তার সুপারী কাঁটার যাতি, পানের বাটা, হামাল দিস্তা সব যেন এক একটা মানুষ

উঠোনের কোণের পেয়ারা গাছ,

ন্যাপথালিনের গন্ধমাখা পঞ্চাশ উদ্ধ শাড়ি ও তাই...



হ্যা মনে মনে কথা বলি আমিও;

কথা বলি আমার ঘরের ইটের সাথে

যারা দেওয়ালের মাঝে স্তরে স্তরে আটকা পড়েছে পেলস্তারের আবরণে

কথা বলি নষ্ট দেওয়াল ঘড়িটার সাথে

যেটা গত চার টি বর্ষায় সচল ছিলো

পৃথিবী নিরব হলেই যে সরব হয়ে উঠতো

মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে তার চলার শব্দ মনে হতো হৃদস্পন্দনের মতো;

কথা বলি শীতের রাতে ছাদের সাথে ঝুলে থাকা নিশ্চল ফ্যান টার

সাথে..

মনে মনে কথা বলি

বলতে বলতে ঘুমিয়ে যায়,

কি বলি আমিও জানি না !

এ্যালার্মের শব্দে ঘুম ভাঙ্গে

তারপর জড়বস্তুর মত ফিরে যায়

প্রাত্যহিক নিয়মমাফিক জীবনে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.