নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের মাঝে হাত রেখেছি
সেখানে গভীর খাদ
চোখের দিকে চোখ ফিরিয়ে পেয়েছি অঝর জলপ্রপাত,
যেখানেই যায় কোন দিকে নেই
পায়ের নিচে মাটি
সামনে পিছে ভয়াল নদী
ভেতরে তোমার ঘাঁটি।
কত রাবন অশুর বধ্ করেছি
তবু তোমার কাছেই আজ বধ্
শেকল বেঁধে দাড়িয়ে আছি
হারিয়ে ফেলেছি নিজের পথ!
চারিদিকে এতো জলের নহর
তবু ভেতর পুড়ে ছাই
চিত্কার করে বলছি শোনো-
চাইনা তোমার রূপোর গেলাস
তেষ্টার বাড়িয়ে দেওয়া জল,
আমার শুধু পেছনে ফেরা
এবার থামাও তোমার ছল।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর।১ম টা বেশি ভাল লেগেছে। +++