নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সে ক্ষমতা আছে
মিলিয়ে দিতেও পারো স্বপ্ন আর বাস্তবে
সুধা আর বিষে,
থামিয়ে দিতে পারো রাগী সূর্যের দিন,
থমকে দাড়করাতে পারো বিষন্ন বাতাস,
ট্রাফিকের লাল সিগনাল;
নামাতে পারো রাজপথে আকস্মিক টর্নেডো
ছত্রী আর পদাতিক লক্ষ কোটি স্কাউট,
পারো মুহূর্তে বজ্রকঠিন সাম্রাজ্য ও ভেঙ্গে চূড়মার।
ঐ তো এপাচি হেলিকপ্টার উড়ে গেল রাগান্বিত চোখে
গো গো শব্দে আকাশ কাঁপিয়ে শাসিয়ে গেল এফ সিক্সটিন,
রাইফেল হাতে দাড়িয়ে থাকা সামরিক রোবট রেখেছে নজর
সংকেত পেলেই পুরে দেবে এক টুকরো তপ্ত শীশে
রক্ত আর ঘামে হবে একাকার আজকের রাজপথ
প্রিন্টিং প্রেসে কালো কে ছাপিয়ে যাবে কাল লালের ব্যবহার;
শত্রুর দোসর দিচ্ছে তাগাদা যুদ্ধ হবে যুদ্ধ সামনে কারফিউ বাড়ি ফেরো ঘরের ছেলে,
অসুখ করবে শার্ট টা ভিজে আছে ঘামে...
ওরা তো জানে না আমরা বেঁধেছি ঘর আকাশের তলে,
তোমারি ছায়ায়;
ওরা তো জানে না
একুশ তোমার নাম
এর মানে পথ চলা চিরন্তন সংগ্রাম।
যারা গেছে ফিরে ঘরে অসম্ভব নিদ্রা চোখে
ওরা কিছুটা জানে,
কতটা ক্ষমতা কতটা ঐশ্বর্য তোমার,
ওরা জেনেছিলো ওদের থেকে জেনেছি আমরা-
তোমার সে ক্ষমতা আছে,
তুমি দূর্দমনীয় মাদকতা
তুমি প্রিয়তমা থেকে প্রিয়তর কথা,
তুমি নামাতে পারো শত্রুর কামানের গোলায় অদৃশ্য নিদ্রা
বুক পকেট থেকে টেনে বার করতে পারো টকটকে লাল গোলাপের দিন,
প্রিয়জনকে পরাতে পারো শোকের চিহ্ন কালো সিম্বল,
দিতে পারো অসময়ে বৈধব্য,
অথবা প্রিয় শব্দ ভালোবাসি
অখন্ড স্বাধীনতা
তোমার সে ক্ষমতা আছে।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবিতা
অনেক ভাল লাগা।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
একজন ঘূণপোকা বলেছেন: সেই, এক্কেরে সেইরাম
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লিখা কবিতা
শুভকামনা