নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার বানের পর স্রোত কেটে এগিয়েছিলো জল
সেই কবে কার কথা,
এখন সেখানে ধূ ধূ চর;
রেখে গেছে সে রূপলী বালু,
ডানা ভাঙ্গা পাখিদের সংসার।
ভেঙে মাটির দেওয়াল আটচালা ঘর এক ক্ষুদ্র স্রোতস্বিনী চোখের সামনে হলো নদী
সবুজ খেলো, খেলো বাড়ন্ত কাঁচা ধান, ফসলি জমি,
গোলায় জমানো বারোমাসি খোরাক,
সোনা রঙ্গা ক্ষেত, হেমন্তের ব্যস্ত উঠোন;
তারপর ধূ ধূ চর
বুক জুড়ে রূপলী বালু রোদে ঝলমল।
এভাবেই ভাঙ্গেছে সংসার
এক বানের পর,
সেই কবে কার কথা—
এক নারী করেছে পর।
©somewhere in net ltd.