নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিঠি দিয়ো যেন প্রতিটি সকালে নতুন করে বেঁচে উঠি একটি চিঠির প্রতিক্ষায়,
চিঠি দিয়ো, দিয়ো অলস দুপুরের নীলে উড়ে যাওয়া একা চিল
হলুদ পাতা ঝরা বিকেল,
দিয়ো বনের আলো-ছায়া-আঁধার,
সাথে কিছুটা গোধূলী আকাশ।
মিশিয়ে দিয়ো মোহনার লোনা জলে কিছুটা জ্যোচ্ছনা চূর্ণ
নক্ষত্রের ছায়া
দিয়ো এক জোড়া বিস্মিত চোখ
বেঁচে থাকার কিছুটা রসদ,
চিঠি দিয়ো।
চিঠি দিয়ো যাতে বাড়ি ফিরি
সন্ধ্যায় আলো জ্বালি ঘরে,
যাতে ঠাকুর দেবতা পূজো পায়
কিছুটা প্রার্থনা জেগে থাকে ঈশ্বরের কাছে,
জানো ই তো স্বার্থ ছাড়া ভক্তি আসে না
প্রতীক্ষা ছাড়া বাঁচে না মানুষ;
চিঠি দিয়ো,
ছোট করে লিখো "দেখা হবে"
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
মায়াবী ছায়া বলেছেন: চিঠি দিয়ো যাতে বাড়ি ফিরি
সন্ধ্যায় আলো জ্বালি ঘরে,
যাতে ঠাকুর দেবতা পূজো পায়
কিছুটা প্রার্থনা জেগে থাকে ঈশ্বরের কাছে,
জানো ই তো স্বার্থ ছাড়া ভক্তি আসে না
প্রতীক্ষা ছাড়া বাঁচে না মানুষ;
চিঠি দিয়ো,
ছোট করে লিখো "দেখা হবে"
,,,,,,,,,,,,,,,,সুন্দর।।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চিঠি দিয়ো,
ছোট করে লিখো "দেখা হবে" , শেষটা খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো কিছু লাইন খুব । শুভেচ্ছা