নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অসামাজিক বচন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২

কুকুর কিংবা কাকের মতো ই আমি সর্বভূক

তোমাদের পরিত্যাক্ত সব ভাগার আমার চেনা, সকল নালা নর্দমা।

তোমরা ফোঁটাও বিপুল পরিচর্যায় বসরার গোলাপ বিলেতি উঠোনের বাগান বিলাশ

আমি তুলে আনি জলা মাঠ ছেঁচে একশ আট টি নীল পদ্ম, কচুরীর ফুল

জানি বরুনা হয়নি সুনীলের, হবে না আমারো

শুধু মাংসের শরীরে আমার পোষাবেও না

ওটা তোমাদের ই থাক এক রবীন্দ্রনাথে আমার হবেনা, হবে না কখনো।

তোমরা পড়ে থাকো গন্ধহীন অর্কিডে, আমার চাই অপরাজীতা'র নীল উইলোর ঝোঁপ সূর্যমুখীর উনমুক্ত বাগান... রুদ্র আবুল হাসান ।

বিলেতি পরিপাটি মাঠ কংক্রিটের উঠোন আমায় টানে না

টানে না তোমাদের ঐ টিপটিপ বর্ষা

আমার চাই জীবনান্দের ঝরা ফসলের মাঠে বিভূতির বিষম রাত,

ধানশিঁড়ি নদী, প্রমত্ত যমুনার বুক, অঝর শ্রাবণ ।

তোমাদের বদ্ধ পুকুরে সৌখিন মাছের আবাদ আমার দক্ষিনের তিন ভাগ বিশাল সমুদ্র;

তোমাদের নিয়ন্ত্রণ আর কতটুকু জলে ?

ওটুকু সম্পদে আমাকে আর বর্ষা চেনাতে এসো না,

দেখাতে এসো না জলের আধার,

আমার গন্তব্য এক জোড়া নিটোল চোখ.......

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

উদাস কিশোর বলেছেন: তোমরা পড়ে থাকো গন্ধহীন অর্কিডে, আমার চাই অপরাজীতা'র নীল উইলোর ঝোঁপ সূর্যমুখীর উনমুক্ত বাগান.
কথা গুলো খুব ভাল লাগলো ।
কেমন একটা ছন্নছাড়া ভাব , খুব কষ্টে ?

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

ভারসাম্য বলেছেন: বাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.