নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার শঙ্খচিল হয়েছিলাম আকাশের
একবার নদী তীর ছেয়ে উঠা কাশফুলে এলোমেলো ঝড়
একবার কদমের ডালে কাক হয়ে ভিজেছি সারাটি প্রহর,
এভাবেই বার মাস বার টি বছর
অবাধ্য ঢেউ এর সাথে উঠাবসা,
ছিন্ন জীবন।
একবার বারবার ফিরে একাকী ফিঙে বসেছে বাগানের ডালে
নিশিদিন কেঁদে গেছে কোকিলের ডাকে,
একবার বালুচরে বেঁধেছি সারসের ঘর
একবার কেন যতবার আমি এসেছি দেখেছি সে আমার পর।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫
ভারসাম্য বলেছেন: আরও একবার, আরো শতবার চলবেই আসা যাওয়া।
পরকে আপন, আপনকে পর। কত চাওয়া! কিছু কিছু পাওয়া।
কত না পাওয়ার চাওয়া গুলো ফের, ঘুরে ঘুরে ফিরে আসে
কত আসা-যাওয়া হলে সমাপন, তোমায় পাব যে পাশে!
+++++