নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভোরের অপেক্ষায় থেকেছি
অথচ প্রসন্ন ভোরের বদলে এসেছে আগ্রাসী দুপুর,
একলা তৃণের মত আমি শিশিরের অপেক্ষায় থেকেছি সারাটি রাত
অথচ রাত শেষে এসেছে তুমুল বর্ষা অকাল বান,
আমার আর্তনাদ নদী হয়ে মিশে গেছে সমুদ্রের জলে
সে রাখেনি একটুও চিহ্ন,
আর কেউ নেই যে রেখেছে মনে,
কিছু নেই যা এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাকে আলাদা করে
অথচ আমি বারবার কাঁটাঝোপ ঠেলে উত্থিত কান্ডে
তার জন্য ফোঁটাতে চেয়েছি পৃথক গোলাপ।
©somewhere in net ltd.