নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা, এভাবে অন্যের ঘুমের হন্তা হয়ে
আর ঘুমিয়ে থেকো না,
জান্তব অসুখে ভয়াবহ ব্যাধিগ্রস্ত আজ সমগ্র ভূগোল,
তারকাপুঞ্জ নিয়ে পড়ে গেছে ছায়াপথ
সূর্য হারিয়েছে রৌদ্রকণা
এলোমেলো দিন রাত্রির হিসাবে উড়ে উড়ে
সন্ধ্যার অপেক্ষায় ক্লান্ত দূরের পাখি চলে গেছে আরো দূরে,
শেষ রাতে ঝরে গেছে বৃন্তের ফুল,
বিলম্ব বসন্তে ঝরা পাতার বন ভুলে গেছে বাঁচা।
প্রিয়তমা, ওভাবে কালো চুল মেলে পাহাড় বনভূমি সাগরের ঢেউ পুরোটা পৃথিবী ঢেকে
শূন্যতার সাথে শূন্যতাকে আর বেঁধো না
ট্রাফিক পোল থেকে পর্বতের চূড়োয় দাও একটু সবুজ,
হোক ভুল, হোক মিথ্যে প্রবোধ,
মিথ্যের জন্মোত্সবে ই বাঁচি
বাঁচি কিছুটা জীবন।
২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৩
উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬
বেলা শেষে বলেছেন: সন্ধ্যার অপেক্ষায় ক্লান্ত দূরের পাখি চলে গেছে আরো দূরে,
শেষ রাতে ঝরে গেছে বৃন্তের ফুল,
বিলম্ব বসন্তে ঝরা পাতার বন ভুলে গেছে বাঁচা।
....beautiful, i like it...