নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি সমুদ্রের দিকে যাও
খোলা হাওয়ায় উড়াও খোঁপার চুল
শাড়ির রঙ্গিন আঁচল,
আলেকজান্দ্রিয়ার বাতিস্তম্ভের মত
ম্যানহেটনের স্বাধীনতার প্রতীকী চিহ্নের মত শূন্য জেটিতে প্রাণসঞ্চার কর
পোতাশ্রয়ে টেনে আনো হাজারো নাবিকের ভীর,
সাইরেন এর মত কিন্নর কন্ঠে দিকভ্রান্ত করো কঠোর হাল,
ভেঙ্গে ফেলো মাস্তুল অবাধ্য নোঙ্গর;
আমি তোমাকে অভিশাপ দিই,
তুমি প্রেমিকের ঠোঁটে জ্বলন্ত চুম্বন হও— পোড়াও হৃদয়,
অজস্র মৃত্যু হও,
হও পাঁজরে পাঁজরে ঘনীভূত ঘৃণা
কবরের হীম শিতলতা,
আমি তোমাকে অভিশাপ দিই
তুমি হও হতাশার অপর নাম— ভালোবাসা!
©somewhere in net ltd.