নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতীক্ষার ক্ষণ টি ছোট কর,
দু'ঘন্টা বিকেল পেলেই আমি পুষিয়ে নেব সব ক্ষতি
শত দুপুরের তাপদাহ;
শুকনো নদীতে সামান্য জল পেলেই পৌঁছে যাবো গন্তব্যে,
না পাই পালে অনুকূল হাওয়া
আমি দাড় বাইতে জানি,
নীরব ই থাকুক শিরিশের শাখা।
প্রতীক্ষার ক্ষণ টি ছোট কর,
এক খন্ড মেঘকে বৈশাখী ইশারা ভেবে
আষাঢ়ের রাতে আঙিনায় বানের জলের শব্দ কে শরত্ ভেবে
নিদারুন শীতে শূন্য হ্রদ কে বসন্ত ভেবে
কিভাবে বেঁচে আছি এইসব ঝড় বৃষ্টি হীম শীতল রাত,
এক বার দেখে যাও;
প্রতীক্ষার ক্ষণ টি ছোট কর, দোহায় তোমার।
২| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩
আলী খান বলেছেন: ভাল লাগল....++
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২২
বৃষ্টিধারা বলেছেন: সুন্দর......