নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে নদী নাগাল পায়নি সাগরের
আমি আজ এই রাতে সে নদীর হাহাকার নিয়ে এসেছি,
দোয়াত ভরে নিয়ে এসেছি তার সজল চোখের ভাষা-
পবিত্র অশ্রু জল।
এখন আমার ঘরে কলকল শব্দে বয়ে চলা নদী,
একে একে অদৃশ্য হচ্ছে তোষক বালিশ টেবিল ফুলদানি,
বুকসেলফ এর যত বই;
আমি আজ এই রাতে এক নদী হাহাকার নিয়ে এসেছি-
একটি কবিতার দামে।
২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৩:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা লেখায় ।।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ২:৫০
এম এ কাশেম বলেছেন: চমৎকার.....। ।