নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁতরে যাওয়া নদীর মত
ঢেউ খেলানো চুলের মত
গাঁয়ের মেঠো পথের মত
আঁকাবাঁকা এলোমেলো চলছি কিছু স্বপ্ন নিয়ে,
সমুদ্র কোথায়? কোথায় পাব ঘরের দেখা?
কোন সুদূরে?
কোন সে দূরে মেঘের মত
টলমল চোখ বিরহ ব্যাকুল?
ঢেউ খেলানো দীঘল চুলে নক্ষত্র সাজায় উদাস মেয়ে?
কে সে আমার খুঁজছি যাকে?
তাকে শুধু চিনতে গিয়েই
সাঁতরে এলাম সাত সমুদ্র তের নদী,
বাকের কাছে পথ হারালাম
ঘরের ছায়া পেরিয়ে এলাম,
পাওয়া কিছু জিনিস আমি স্বপ্ন মাঝে হারিয়ে এলাম;
কে সে আমার, যে ডাক দিয়ে যায় স্বপ্ন মাঝে?
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর ।