নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে এসেছিল এই খানে
নদী ঘুমায়ে যখন সরে গেছে দূরে,
নক্ষত্র কে দেখিয়ে বোবা মাটিকে শুনিয়েছিলো আগামীর কথা,
তারা জেগে ছিল সেদিন স্বপ্নালু চোখে
রাতের প্রথম প্রহরে দীর্ঘ এক প্রতীজ্ঞা নিয়ে;
সে এসেছিল এই খানে
এই বালু, মরা শামুকের দেশ-
ছায়াহীন চরে
গভীর পদচিহ্ন এঁকে।
প্রেমের ও আয়ু অসীম নয়
রাত শেষে নক্ষত্রের আলো ম্লান হলে স্বপ্নেরা ঝরে যায়
ঝরে যায় প্রেম,
প্রতীজ্ঞা, যত লেনদেন;
বুঝেছিল তারা, ফিরেছে দ্রুত ই স্বপ্ন থেকে বাস্তবে
তবু উদাসীন বালুতে পড়ে আছে আজো তার প্রস্থানের চিহ্ন-
এক গভীর পদরেখা,
তার চেয়ে ও গভীর কিছু অমোচনীয় দাগ নিয়েছে তারা অজান্তে তুলে বুকে
কিছুটা অচেনা ব্যাধি,
প্রেম এসে দিয়ে গেছে ওটুকু ই এই নিরস জীবনে
আমৃত্যু শূণ্যতা বোধের অলক্ষ্যে করেছে সায়ন।
সে এসেছিল এই খানে, চলে গেছে দূরে,
তবু কি যেন পড়ে আছে তার আজো এইখানে এই বুক ভাঙ্গা চরে
নিখোঁজ পাখির পালক যেমন পড়ে থাকে
বিলে আর ঝোঁপে শূন্যতা এঁকে।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম । দারুন লিখেছ ভাইয়া ---- আরো লিখ দুহাত খুলে