নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অবিন্যাস্ত অনুকাব্য-৭

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৯

১.

কাছে এসো না এর থেকে বেশি,

একবার এলে আর যাবে না এড়ানো

চোখ থেকে চোখ যাবে না সরানো,

'ভালবাসার দাবি'-

সে এক বলতে পারো প্রাকঐতিহাসিক অভিশাপ ই।





২.

কেউ দু'টি লাইন বলো

আমি দু'টি বলি

দুই এ দুই এ চার মিলিয়ে দু জোড়া চোখে কিছুক্ষণ হই 'চখাচোখী'!





৩.

তোমার কিছু রাত্রি আজো আমার কাছে জমা আছে,

কিছু ভালোবাসার সহজ স্মৃতি

হাতের মুঠোর ভাঁজে।





৪.

তোমার পানপাত্র ভরে দিতেই

আমার পেয়ালা ভরে বিষে,

প্রেম ফুরালে বলো মানুষ বাঁচে কিসে?





৫.

আমি দুঃখকে সমুদ্রের কাছে রাখতে গিয়ে জেনেছি সে কেন নীল

আমি রাতের আকাশে আমার হতাশাদের ছড়িয়ে দিতে গিয়ে দেখেছি সে কেন দিন শেষে কালো হয়

তারা রা কেন হয় জ্বলে পুড়ে ক্ষয়....



৬.

তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা জানতে চেয়েছিলাম একদিন

তুমি এক কথায় বলেছিলে সমুদ্রের নাম,

তাই আমি এখন ডুবন্ত মানুষ, যুদ্ধরত-

ভাসতে শুধু খর কুঁটো র মত....





৭.

চাঁদের আলো হাত বাড়িয়ে দেয়

এক সময় চাঁদ হেলে পড়ে পাশে

আমার ছায়া বিবর্ধীত হয়

আমি তাকে বলি, কে তুমি?

কেন এ তেপান্তরের মাঠে শুধু তুমি আর আমি?



৮.

আমাকে দাও একটা ফাগুন

দাও নবান্নের সোনা রং এ ফসলবিলাসী হাওয়া,

সমস্ত শর্বরী ছিঁড়ে ফেরাও প্রেম

পলাতক আলো ছায়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.