নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন ফেলার জন্য একটা ডাস্টবিন থাকা উচিত ছিল,
অর্থহীন অনুভূতি গুলো ধুয়ে নেবার জন্য একটা বহমান নদী।
গঙ্গার পুণ্য স্নান আর কতটা পূর্ণ করে,
কতটা অপ্রাপ্তির ক্ষোভেও মানুষ খোদা ভক্ত হয়,
কতক্ষণ ধরে রাখে গীতা ত্রিপিটক যীশুর ক্রুশ?
স্বপ্ন ফেলার জন্য- একটা ডাস্টবিন থাকা উচিত ছিল,
কালউত্তীর্ণ স্বপ্ন গুলো ফেলে দিয়ে আসতাম।
পাপীর জন্য তীর্থ আছে
আছে কাশি গয়া চন্দ্রনাথের চূড়া, হরিদারের গঙ্গা য় ডুব দিলেই নাকি
ধুয়ে যায় পাপের বোঝা!
স্মৃতির বোঝা কোন নদী ধোয়-
ঘাঘর না শীতলক্ষ্যা?
মানুষ ছাড়া আর কে আপন করতে পারে এতোটা দূষণ?
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১
এম এ কাশেম বলেছেন: চমৎকার স্বপ্ন চেতনার কবিতা লিখেছেন,
অনেক শুভ কামনা।