নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

Youtube থেকে ডাউনলোড: সমস্যা ও সমাধান

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১১

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকে ডাউনলোড দিতে সমস্যাই পড়ে নাই এমন ইন্টারনেট ইউজার বোধহয় পাওয়া যাবে না। প্রায়ই দেখা যায় ইউটিউব সমস্যার সমাধান চেয়ে বিভিন্ন গ্রুপে পোষ্ট দেয়া হয়েছে। ইউটিউবের ভিডিও প্লে হচ্ছে না, ফ্ল্যাশ প্লেয়ার আপডেট চাচ্ছে, ডাউনলোড করা যাচ্ছে না,বা কিভাবে ডাউনলোড করব এসব ব্যাপার নিয়ে প্রায়ই অনেকেই বিড়াম্বনার শিকার হন। কথা না বাড়িয়ে কাজের কথায় আসি, আসুন করে ফেলি ইউটিউবের পোষ্টমর্টেম...



১।ইউটিউবের ভিডিও চালানো জন্য আমাদের প্রথমেই প্রয়োজন পড়বে আপডেট ফ্ল্যাশ প্লেয়ার এর। নিচের লিঙ্ক থেকে আপডেট ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করা যাবে। http://goo.gl/m3Fr4M যখনই ফ্ল্যাশ প্লেয়ার আপডেট চাইবে তখন একই লিঙ্ক থেকে ফ্ল্যাশ প্লেয়ারের আপডেট সেট আপ ফাইল ডাউনলোড করা যাবে। ফ্লাশ প্লেয়ার ইন্সটল করে নিলেই আপনার পিসি ইউটিউবের সকল ধরনের ভিডিও চলানোর জন্য একেবারে তৈরি।



ভিডিও তো চললো ,কিন্তু এবার ডাউনলোড কিভাবে হবে। অথবা যারা ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড করার ঝামেলাই যেতে চাই না,তাদের জন্য রয়েছে youtube downloader, নিচের লিঙ্ক থেকে ফুল ভার্সন youtube downloader ডাউনলোড করে নিলেই হবে। http://goo.gl/hj8Bgl যে ভিডিও টি ডাউনলোড করতে চান সেটার ইউয়ারেল অর্থাৎ আপনার নির্বাচিত ভিডিওটির উপর ক্লিক করলে ব্রাওজারের এড্রেস বারে যে লিঙ্কটি ভেসে ওঠে সেটা কপি করে youtube downloader এর ইউয়ারেল বারে পেষ্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই পছন্দের ফরম্যাটে ডাউনলোড করা যাবে।



২।যারা কোন ধরনের সফটওয়ার ইন্সটল করতে চান না,তাদের জন্যেও রয়েছে চমৎকার পদ্ধটি। নিচের লিঙ্ক থেকে কয়েক কিলোবাইটের মজিলা এড অন্স ডাউনলোড করে নিন। http://goo.gl/jbBHpu এর পর youtube এ গিয়ে পছন্দের ভিডিও টি সিলেক্ট কর বা প্লে করুন। খেয়াল করলে দেখবেন আপনার কাঙ্খিত ভিডিও টির নিচে একটা ডাউনলোড বাটন রয়েছে। সেখানে ক্লিক করে আপনার পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারবেন। শুধু ভিডিও না, ভিডিওটির অভিও বা mp3 ফাইল ও এভাবে ডাউলোড করা যাবে। এছাড়াও এড অন্স ছাড়াই youtube এর mp3 ফাইল ডাউনলোড করার জন্য নিচের সাইটে যেতে পারেন। http://www.youtubemp3pro.com আপনার নির্বাচিত ভিডিও টির লিঙ্ক বা ইউয়ারেল নির্দিষ্ট বক্সে পেষ্ট করে convert এ ক্লিক করতে হবে সর্বোচ্চ ২ মিনিটের মধ্যে convert সমপন্ন হবে,তারপরে Download বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার mp3 ফাইল।



৩।এবার দেখে নেয়া যাক youtube থেকে সবচেয়ে সহজ ডাউনলোড পদ্ধতি। ধরুন আপনার কোন বন্ধুর পিসিতে আছেন,বা কোন সাইবার ক্যাফেতে, youtube থেকে জরুরি কোন ভিডিও দ্রুত ডাউনলোড করা প্রয়োজন। কোন ধরনের সফটওয়ার,ডাউনলোডার,বা এড অন্স ব্যাবহার করার সময় আপনার নেই। সেক্ষেত্রেও আপনার জন্য রয়েছে সবচেয়ে সহজ সমাধান। আপনার নির্বাচিত ভিডিও টি নির্বাচন করে এড্রেস বারে ভিডিওটির লিঙ্ক টি খেয়াল করুন। সেখানে www. এর পরেই,ঠিক youtube এর আগে শুধু ss যোগ করে ইন্টার দিন। ঠিক এভাবে http://www.ssyoutube.com/............। তার পর যে সাইটে প্রবেশ করবেন তার ডান পাশে পেয়ে যাবেন আপনার পছন্দের ফরম্যাট। পছন্দের ফরম্যাটের উপর মাউস ক্লিক করলেই ব্রাউজারের নিজস্ব ডাউনলোডার দিয়েই ডাউনলোড শুরু হবে। কোন ধরনের বাড়তি ডাউনলোডার, সফটওয়ার বা এড অন্সের প্রয়োজন নেই।



৪।এবার চলুন youtube এক্সপার্টরা কিভবে youtube থেকে ডাউনলোড করে সেটা শিখে নেয়া যাক। এজন্য আপনার লাগবে ফ্ল্যাশ প্লেয়ার আর ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার(idm).এই দুই যুগল বন্দী সবসময় আপনাকে youtube থেকে ভিডিও ফাইল ডাউনলোড করে দিবে। ফ্লাশ প্লেয়ারের লিঙ্ক আগেই দিয়েছি,এখন নিচের লিঙ্ক থেকে লেটেস্ট internet download manager এর ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। http://goo.gl/nHtM এবার নিচের লিঙ্ক থেকে ১ মেগাবাইটের ক্রাক ফাইলটি ডাউনলোড করুন। http://goo.gl/RMhfHE ক্রাক ফাইলটি c drive ছড়া অন্য কোন ড্রাইভে copy করে রাখুন। ডাউনলোড শেষ এবার ট্রায়াল ভার্সনের idm ফুল ভার্সন করার পালা। idm সেটাপ দিয়ে টাস্ক ম্যানেজার বা সিন্টেম ট্রাই থেকে exit করে দিন। এর পর আগে থেকে ডাউনলোড করে রাখা ক্রাক ফোল্ডার এর মধ্যের দুইটা ফাইল কপি করে c drive এর মধ্যে program file এ internet download manager নামে যে ফোল্ডার আছে সেটার মধ্যে পেষ্ট করে,RAC ফাইটার উপর ডাবল ক্লিক করে yes করলেই আপনার idm ফুল ভার্সন হয়ে গেলো। এভাবে শুধু ইউটিউব ই নয়,ইউটিউবের মত সকল ধরনের সাইট থেকেই ডাউনলোড করা সম্ভব।

এবার youtube থেকে ভিডিও প্লে করে দেখুন,সেখানে ডাউনলোড বাটন আপনার জন্য অপেক্ষা করছে। ;)





-Sumon Mahmud

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪

পিচ্ছি পোলা বলেছেন: Dhonnobadh.

২| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২০

আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.