নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

এন ইসলাম রনি

এন ইসলাম রনি › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার বারান্দায়

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

আমি সব সময় চেয়েছি আমার একটা নদী থাকুক

একান্ত ব্যক্তিগত একটা নদী,

রোজকার জোয়ার ভাটা না থাকুক তাতে

না থাকুক উত্তাল ঢেউ,

একটা ছিপছিপে স্বচ্ছ জলের নদী হলেই আমার চলে।



সে আমার ঘর ঘিরে ছুটুক,

বর্ষায় দূরন্ত পনায় আমার খটখটে উঠোনে সে রেখে যাক ঝিনুকের খোল কচুরীপানা শালুকের ফুল,

আমি গভীর রাতে জানালা খুলে দেখি চাঁদের রূপালী আলোয় চেয়ে আছে তার দীপ্তমান মুখ;

সে ঘুমপাড়ানি গানের মত

সৃষ্টির আদিম সুরের মত তার চলার মৃদু শব্দ নিয়ে জেগে থাকুক নিঃশব্দ সব রাতে

আর আমি নিদ্রা যায় অন্তত কেউ একজন আছে আমার, একান্ত নিজের- এ বিশ্বাসে।



আমি সব সময় চেয়েছি আমার একটা নদী থাকুক,

একান্ত ব্যক্তিগত একটা নদী;

অন্যের নদী বহুবার ভেঙ্গেছে ঘর

কাদাজলে তছনছ করেছে সাজানো উঠোন,

রাতে উঠে এসেছে ভয়ংকর আগ্রাসী রূপে শিয়রে-

সে সবের প্রতিশোধে নয়,

সম্পদ ধারণের গর্ব দেখাতে নয়

আমার চাই একান্ত ব্যক্তিগত একটা নদী, একান্ত নিজের..

মেঘ ভাঙ্গা জ্যোত্‍স্নায় ফসলী মাঠ বেয়ে সে ছুটে আসুক,

ভরা বর্ষায় আমার পায়ের পাতা ছুঁয়ে আবদার করুন শিশুর মতন

পুরোটা উঠোন ভিজিয়ে দেবার,

আমার সুখ দুঃখের সাথী হোক,

আর সময় শেষে আমি নিদ্রা যায়

অন্তত কেউ একজন ছিল আমার, একান্ত নিজের- এ বিশ্বাসে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.