নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওপাশের বাড়ি গুলোর ছাদ পেরিয়ে আকাশে কমলা চাঁদ টা এগিয়েছে বহুদূর,
এখন ওটা হলুদ থেকে হচ্ছে ক্রমশ সাদা
মাঝরাতে হবে রূপা'র বাসন, বাস্তব রূপকথা।
এক চাঁদ সহস্রবার রূপ বদলায় জীবনে
ফেরে তার চেয়ে বেশি কৃষ্ণপক্ষ শেষে,
প্রেম গেলে দ্বিতীয় বার ফেরে না পুরনো পথে,
মরণের ওপার থেকে আসে না জীবন,
তবু বার বার আমি ফিরে আসতে চাই
ছুঁতে চাই এ অমল সুন্দর।
জল মরে গেলে নদী হারায় জোয়ার
চোখ মরে বয়সে, প্রেম ও তেমন;
আমাকে সমুদ্র করে নাও, চিরপূর্ণিমায় সৈকতে ছুঁটে আসা জোয়ার।
©somewhere in net ltd.