![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন কিছু ই সহজ না,
চিন্তা সহজ ভাবনা গুলো সহজ না;
স্বপ্ন তুমি সহজ বল, স্বপ্ন তুমি দেখাও দেখি নিজের মত..
ঘুমিয়ে গেলে দাবার চাল উল্টে রাজা রানী গজ সেনাপতি নাও হাতাও দেখি,
সুখ ধরে রাখে এমন খাঁচা বানাও দেখি
পাঁজর থেকে দুঃখ গুলো তাড়াও দেখি
সহজ না
সহজ না..
যত ই তুমি দম্ভ দেখাও
সোনার খাঁচা লোহার গারদে প্রভেদ একই।
যত ই তুমি বন্দি কর বাহুর জোড়ে শেকল পরাও,
মনের তালা খুলবে তুমি কেমন করে?
কেমন করে সব তালা খুলবে তুমি এক চাবিতে?
প্রেমের তালা খুলতেও যে প্রেম লাগে।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫
টুম্পা মনি বলেছেন: ভাবের কবিতা! ভালো লাগল।