নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে থেমে গেছে বিকেল, বিকেলের রং
আকাশ তোমায় প্রশ্ন করি শোনো,
কেন আমার স্মৃতির মাঝে আজো তুমি সে বিকেল হয়ে থমকে আছো?
ও মেঘের মেয়ে, রং তো তোমার অনেক আছে
অনেক বাদল এ ধরা শুদ্ধ করার..
আমায় তুমি দিতে পারো সেই বিকেল মুছে দেবে এমন কোন বর্ষা ধারা?
তুমি ই তো মর্ত ধুয়ে উপত্যকার লোনা জলে সাগর ভরো,
আমারো কিছু জল জমানো আছে এ বুকের মাঝে,
ওদের তুমি দূর সাগরে পৌঁছে দিতে পারো?
আমি বড় ক্লান্ত এখন
পাপের বোঝা, ভুলের বোঝা, স্মৃতির বোঝায় নুহ্য এখন;
আমায় তুমি শুদ্ধ কর
শান্ত কর...
দোহায় তোমার..
দোহায় তোমার নাও ফিরিয়ে সে দিনের সে মৌন বিকেল, জীবন পথে থমকে যাওয়া।
©somewhere in net ltd.